ইমন চৌধুরী: দীর্ঘ ১০ বছর ধরে রাজনৈতিক প্রোগ্রামে যেতে পারছেন না বিএনপি নেতা মোতালেব
পিরোজপুরে উপজেলা পরিষদ নির্বাচনে বিরোধের জেরে আব্দুল মোতালেব আকন নামের এক বিএনপির নেতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে আজীবনের জন্য পঙ্গু করে দিয়েছে আওয়ামীলীগের একদল সন্ত্রাসী। এ ঘটনায় তখন ভুক্তভোগী মোতালেব আকন কোন মামলাও করতে পারেন নি। ন্যায় বিচারের আশায় বিগত ১০ বছর বিছানায় শুয়ে লড়াই করছেন মৃত্যুর সাথে। পিরোজপুর প্রতিনিধি ইমন চৌধুরীর এর পাঠনো প্রতিবেদনে বিস্তারিত।
এভাবে কারো সাহায্য ছাড়া নড়তে পারেন না এক সময়ের প্রভাবশালী বিএনপি নেতা মোতালেব আকন।
গত ২০১৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে পিরোজপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে বিএনপির দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণার প্রধান দায়িত্বে ছিলেন তৎকালীন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতালেব আকন। সেই সময়ে মাঠে বিএনপির মনোনীত প্রার্থীর জনসমর্থন বেশি থাকায় প্রতিপক্ষ আওয়ামী লীগের একদল দলীয় সন্ত্রাসী বাহিনীর ধারা নির্বাচনের ঠিক আগ মুহুর্তে ১৪ সালের ৩ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে প্রচারনা শেষে মাইক্রো বাসযোগে বাড়ি ফেরার পথে মোতালেব আকনকে এলোপাথারী কুপিয়ে মৃত বেভে ফেলে যায় সন্ত্রাসীরা।
সে থেকে আজ ১০ বছর পর্যন্ত পঙ্গুত্ব জীবনযাপন করেন তিনি। সেই দিনের স্মৃতি আজও মনে পড়লে আতঁকে উঠেন তিনি। মোতালেব আকনের সেই সময়ের রাজনৈতিক সহকর্মীরা আজও আসেন নেতার খোঁজখবর নিতে। রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা বসেন বাড়িতে। তবে সহকর্মীদের দাবি নেতার উপর হামলার জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার। মোতালেব আকনের পরিবার বলছে, রাজনীতি কারার কারণে সন্ত্রাসীরা নির্মমভাবে কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে বাড়ির সামনে ফেলে যায়। এতে তার মেরুদন্ড সহ পাজরের হাড় কেটে যায়। ওই হামলার পর তার শরীরের বুকের নিচ থেকে পুরো অংশ অচেতন রয়েছে। এ ঘটনায় তখন তিনি মামলা করতে চাইলে পুলিশ তার মামলা নেয় নি। এমন কি হামলাকারীরা তার সন্তান সহ পরিবারের সদস্যদের খুন করবে বলে হুমকী দেয়।
এদিকে গত ০৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ঘটনার দীর্ঘ ১০ বছর পরে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী বিএনপি নেতার পরিবার।ভুক্তভোগীর পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে বলছে জেলা বিএনপি আর জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে ন্যায় বিচারের আশ্বাস। বিএনপি নেতা মোতালেব আকনের শেষ সময়ের ইচ্ছে দলের চেয়ারপারসন ও প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে একবার সাক্ষাৎ।
পিরোজপুর প্রতিনিধি