1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
‘চ্যানেল আই’তে হিজাব পরে টকশোতে যুক্ত হওয়া যাবে না বলে জানানো হয়
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

হিজাব পরা নিয়ে মুখ খুললেন চ্যানেল আইয়ের সেই উপস্থাপিকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে
হিজাব পরা নিয়ে মুখ খুললেন চ্যানেল আইয়ের সেই উপস্থাপিকা

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’তে হিজাব পরে টকশোতে যুক্ত হওয়া যাবে না বলে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফিকে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। নেটিজেনদের অনেকেই বলছেন, বিবিসি, ডয়েচে ভেলে, সিএনএনে মুসলমান মেয়েরা হিজাব-নেকাব পরে অহরহ সাক্ষাৎকার দিচ্ছে, টক-শো করছে কোনো সমস্যা নেয় । কিন্তু নেকাব নিয়ে চ্যানেল আইয়ের কী সমস্যা।

এবার এ ঘটনায় মুখ খুললেন চ্যানেল আইয়ের সে শো-এর উপস্থাপিকা নুসরাত জাহান জেরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে উপস্থাপিকা বলেন, ‘জ্বি, চ্যানেল আইয়ে যেই শো এর অতিথি নিয়ে এতকিছু, সেই শো এর উপস্থাপিকা আমি। প্রথম থেকেই যারা আমাদের শো দেখেন, আপনারা দেখেছেন যে হিজাব, শাড়ি, জিন্স, কুর্তি, টুপি, পাঞ্জাবি সব ধরনের পোশাক পরা মানুষ’ই আমাদের অতিথি ছিলেন।’তিনি লিখেছেন, ‘যারা আমায় চেনেন তারা নিশ্চয়ই জানেন যে আমি মানুষের, তাদের পছন্দের স্বাধীনতায় বিশ্বাসী মানুষ। আমার শো তে নিকাব নিষিদ্ধ থাকবে? এমন কিছু নিয়ম থাকলে সবার আগে আমিই এর বিরুদ্ধে দাঁড়াতাম। আমাদের শো প্রোডিউসার গালিব ভাই নিজেই এমন কিছু হতে দিতো নাহ।’

চ্যানেল আই কর্তৃপক্ষ ‘নো হিজাব/নো নিকাব’ রুলস দেয়নি দাবি করে উপস্থাপিকা বলেন, ‘চ্যানেল আই কর্তৃপক্ষ আমায় কোনোদিন ‘নো হিজাব/নো নিকাব’ রুলস দেয়নি, আমার জানা মতে কাউকেই দেয়নি। পুরো ব্যাপারটায় এমন মিসকমিউনিকেশন হয়েছে যে এখনো কি বলবো ভাবছি! আদৌ বলবো কিনা তাও ভাবছি।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট