1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
৯ উইকেটের হারে জ্যোতিদের ‘বিশ্বকাপ স্বপ্নে’ বড় ধাক্কা - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

৯ উইকেটের হারে জ্যোতিদের ‘বিশ্বকাপ স্বপ্নে’ বড় ধাক্কা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে সরাসরি নারী বিশ্বকাপে নাম লেখানো আখাঙ্কা নিয়ে ক্যারিয়বিয়ান দ্বীপপুঞ্জে উড়াল দিয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ৯ উইকেটের হারে শুরু হলো নিগার সুলতানা জ্যোতিদের সফর, সঙ্গে বিশ্বকাপে সরাসরি খেলার যাত্রায় বড় ধাক্কা খেলো।সেন্ট কিটসে টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৯৮ রান করে বাংলাদেশ। তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১১০ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক শিবির।

৯৩ রানে ১০৪ রান করে অপরাজিত থেকে উইন্ডিজের দাপুটে জয়ে বড় ভূমিকা রাখেন হ্যালি ম্যাথুজ। সঙ্গে ৪১ রানে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। ১৬টি চারে হ্যালির ইনিংসটি সাজানো ছিল। সেঞ্চুরির দেখা পান ৯২ বলে। এ ছাড়া ৭০ রান করেন কিয়ানা জোসেফ। ১৪ রানে হ্যালির সঙ্গে অপরাজিত ছিলেন শিমেইন ক্যাম্পবেল। বাংলাদেশের হয়ে ১টি উইকেট নেন রাবেয়া খান।

এর আগে ব্যাটিং করতে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। তবে সেটি সামাল দেন মুর্শিদা খাতুন-শারমিন আক্তার। দুজনে জুটি গড়ে এগোতে থাকেন। ৪০ রানে মুর্শিদা আউট হলে ভাঙে ৪৪ রানের জুটি। এরপর শারমিনের সঙ্গী হন নিগার সুলতানা জ্যাওতি। দুজনে বড় জুটির আভাস দেন। কিন্তু বাংলাদেশ আবার ধাক্কা খায় জ্যোতির আউটে। ১৪ রানে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। ৮ রানের ব্যাবধানে ফেরেন শারমিনও। তার ব্যাট থেকে আসে ৪২ রান। এরপর সোবহানা মোস্তারি-স্বর্ণা আক্তার চেষ্টা করেছিলেন লড়াকু পুঁজির জন্য। কিন্তু দুজনে থিতু হয়ে সাজঘরে ফেরায় বাংলাদেশকে থামতে দুইশ ছোঁয়ার আগে। সোবহানা ৩৫ ও স্বর্ণা ২৯ রান করেন। শেষের চার ব্যাটারের কেউ দুই অঙ্কের মুখ দেখেননি। উইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ডেনদ্রা ডটিন। দুই উইকেট করে নেন অ্যালিয়াহ অ্যালেন ও হ্যালি ম্যাথুজ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট