1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
এবার চেক বাউন্স করলো চিটাগং কিংসের খেলোয়াড়ের - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:২০ অপরাহ্ন

এবার চেক বাউন্স করলো চিটাগং কিংসের খেলোয়াড়ের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

‘‘সার্বিকভাবে আমাদের দলের দেশি ও বিদেশি, সবারই পারিশ্রমিক হয়েছে। অন্য দলের মতো নয়। আমাদের যথেষ্ট ভালো পরিমাণে দেওয়া হয়েছে। কেউ কেউ দেখা যায় ৭০ শতাংশ পেয়ে গেছে, কেউ ৫০ শতাংশ পেয়েছে, কেউ আবার ৪০-৪৫ শতাংশ আছে। তবে বেশিরভাগ ক্রিকেটার ৫০ শতাংশ পেয়েছে। অল্প সময়ের মধ্যে আমাদের বাকিটাও…’’ – কথা গুলো বলছিলেন বিপিএলের দল চিটাগং কিংসের ম‌্যানেজার লাভলুর রহমান। ‘অন‌্য দলগুলো মতো নয়’- বলে তিনি যেসব দলের কথা বুঝিয়েছেন, সেই তালিকায় চিটাগং কিংসকেও রাখতে হচ্ছে। বিপিএলের চট্টগ্রাম পর্বের শুরুতে দুর্বার রাজশাহীর পারিশ্রমিক না পাওয়ার ইসু‌্যটি সামনে আসে। এরপর প্রায় সব দলই পারিশ্রমিক ইসু‌্য মিটমাট করার চেষ্টা করেছে। এখানে চিটাগং কিংসকে ব‌্যতিক্রমই বলতে হবে।

দলটির এক ক্রিকেটার এখন পর্যন্ত একটি টাকাও পারিশ্রমিক পাননি। অথচ এতোদিনে পারিশ্রমিকের ৫০ শতাংশ পেয়ে যাওয়ার কথা। আরেক ক্রিকেটার দুইটি চেক পেলেও একটিও ভাঙাতে পারেননি। দুইবারই তার চেক বাউন্স হয়ে ফেরত এসেছে। এমন অভিযোগ আছে আরো ক্রিকেটারদেরও।

শুধু যে স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে চিটাগং কিংস এমন করেছে তা নয়। দলের শ্রীলঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো প্রতিশ্রুতি মাফিক পারিশ্রমিক না পেয়ে গতকাল মাঠেই যাননি। আজ সকালে তার শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে।

স্থানীয় ক্রিকেটার এক টাকাও পারিশ্রমিক পাননি বলে যে দাবি তুলেছেন, তা লাভলুরের কাছে জানতে চাওয়া হলে, ‘বিষয়টি জানা নেই’ বলে মন্তব‌্য করেছেন। পরবর্তীতে মুঠোফোন কেটে দেন। এরপর তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন অবশ‌্য ফ্রাঞ্চাইজিদের ওপর আস্থা রাখছেন, ‘‘উনারা বলেছেন বিপিএল শেষ হওয়ার আগে প্রতিশ্রুতি অনুযায়ী পারিশ্রমিক দিয়ে দেবেন। এখন এর চেয়ে বেশি কিছু আর কি বলার থাকতে পারে। বিসিবি আমাদের পরবর্তী ঠিকানা এই তো…।’’

চট্টগ্রাম পর্ব শেষ করে চিটাগং কিংসের খেলোয়াড়দের আজ ঢাকায় ফেরার কথা রয়েছে। দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা পারিশ্রমিক পাননি বলে অনুশীলন বয়কট করে আলোচনায় এসেছিলেন। পরবর্তীতে তারা ২৫ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন। কিছু খেলোয়াড় পেয়েছেন তারচেয়েও বেশি। চিটাগং কিংসের খেলোয়াড়রা এমন কিছু করার পরিকল্পনা না করলেও তারা ঢাকা ফিরে বোর্ডের সঙ্গে কথা বলবে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট