ডি এম শাহীন : উত্তরা রাজউক ক্ষতিগ্রস্থ এওয়ার্ড মালিকদের প্লট বরাদ্দ দিতে হবে। রাজউক কর্তৃক উত্তরায় জমি অধিগ্রহণের কারনে ক্ষতিগ্রস্থ এওয়ার্ড মালিকদের মধ্যে যাদের জামানত রাজউকে জমা রয়েছে তাদের অভিলম্বে ক্ষতিগ্রস্থ কেটাগরিতে প্লট বরাদ্দ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। সেই সাথে রাজউকের উত্তরা জোনাল অফিস উত্তরা থেকে মতিঝিল রাজউকের প্রধান কার্যালয়ে স্থানান্তর করার আদেশ বাতিল করতে হবে। ১৯৯৮ সালে রাজউক উত্তরা ক্ষতিগ্রস্থ জমির মালিকরা এওয়ার্ড সহ জামানতের টাকা জমা দিয়ে এখনো প্লট বরাদ্দ পায়নি যাহা অত্যন্ত অমানবিক আচরন। রাজউক উত্তরায় জমি অধিগ্রহণের সময় বলেছিল ৫ কাঠা জমি থাকলেই প্লট বরাদ্দ দেয়া হবে। কিন্তু জমি অধিগ্রহণের পর জমির পরিমান নিয়ে বিভিন্ন রকম আইন দেখাচ্ছে যা কাম্য নয়। বৃহস্পতিবার দুপুরে উত্তরা ক্ষতিগ্রস্থ এওয়ার্ড মালিক সমিতি আয়োজিত উত্তরা ৬ নং সেক্টরস্থ রাজউকের জোনাল অফিসের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি আফাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামাল উদ্দিন, চান মিয়া বেপারী, আব্দুস সালাম, হারুন রশিদ খোকা, মনির হোসেন, মঞ্জুরুল করিম, আনোয়ারা বেগম, এখলাছ মিয়া, আফতাব উদ্দিন, মোগল ভূইয়া, সাইফুল ইসলাম দুলাল, আবু সায়েম সুমন, আমীর হোসেন, সোহেল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে উত্তরা তুরাগের কয়েক হাজার অধিবাসী অংশগ্রহণ করেন। বক্তারা হুশিয়ারী উচ্ছারন করে আরো বলেন ক্ষতিগ্রস্থ এওয়ার্ড মালিকদের যদি প্লট বরাদ্দ দেয়া না হয় এবং উত্তরা জোনাল অফিস মতিঝিলে স্থানান্তর করা হয় তাহলে কঠোর কর্মসূচি দেয়া হবে। মানববন্ধন কর্মসূচি পালন শেষে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা, উক্ত মন্ত্রণালয়ের সচিব এবং রাজউকের চেয়ারম্যান বরাবর স্বারকলিপি দেয়া হয়।