দিনাজপুরের হিলির বাজারগুলো শীতকালীন সবজিতে ভরে গেছে। এতে দামও কমেছে। নাগালের মধ্যে চলে এসেছে আলুর দামও। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে হিলি সবজি বাজার ঘুরে এসব তথ্য জানা যায়। বিক্রেতারা জানান, এক সপ্তাহ আগে যে বেগুনের দাম ছিল ২৫ টাকা আজ তা বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি দরে, ৩০ টাকার শিম ১০ টাকা, ২০ টাকার ফুলকপি ৪ টাকা পিস, ২৫ টাকার বাঁধাকপি ৭ টাকা পিস, ২৫ টাকার আলু ১৪ টাকা কেজি, ৪০ টাকার গাজর ২৫ টাকা, ২৫ টাকার শসা ১৫ টাকা, ৩০ টাকার পেঁপে ২০ টাকা, ৫০ টাকার মিষ্টি কুমড়া ৩০ টাকা, ৪০ টাকার কাঁচামরিচ ২০ টাকা, ৩০ টাকার টমেটো ১০ টাকা ও ৫০ টাকার দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।
সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। হিলি বাজারে সবজি কিনতে আসা লুৎফর রহমান বলেন, ‘‘সব ধরনের সবজির দাম কমেছে। আগে ২০০ থেকে ৩০০ টাকার সবজি কিনলেও ব্যাগ ভর্তি হতো না। আজ ৫০ টাকার সবজিতে ব্যাগ ভরে গেছে।’’
সবজি ব্যবসায়ী বিপ্লব শেখ বলেন, ‘‘ফলন ভালো হওয়ায় আলু, শিম, বেগুনসহ সব ধরনের সবজির দাম কমে গেছে।’’রফিকুল নামের এক কৃষক বলেন, ‘‘আমার তিন বিঘা জমি আছে। সারা বছর এই জমিতে ফসল ফলাই। কিছুদিন আগেও সবজির খুব ভালো দাম পেয়েছিলাম। কিন্তু, এখন দাম একেবারে পড়ে গেছে।’’