1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
‘আপনি যদি সংগ্রাম না করেন, তবে আপনার মাঝে সমস্যা আছে’ - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

‘আপনি যদি সংগ্রাম না করেন, তবে আপনার মাঝে সমস্যা আছে’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ভারতীয় প্রভাবশালী অভিনেতাদের অন্যতম। আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। রুপালি জগতে তাকে সবাই ‘অক্ষয় কুমার’ নামেই চেনেন। তবে রাজীব হরি ওম ভাটিয়া থেকে অক্ষয় কুমার হয়ে ওঠার গল্প সিনেমাকেও হার মানায়।অক্ষয় কুমার এক সময় ঢাকার পূর্বাণী হোটেলে বাবুর্চির কাজও করেছেন। আজ তিনি বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা! নাম-খ্যাতি যেমন কুড়িয়েছেন, তেমনি অঢেল অর্থের মালিকও হয়েছেন। জীবন সংগ্রামে বিজয়ী অক্ষয়। কিন্তু এই অভিনেতা জানালেন— জীবন সংগ্রাম কখনো শেষ হয় না।

কয়েক দিন আগে পিঙ্কভিলাকে সাক্ষাৎকার দিয়েছেন অক্ষয় কুমার। তার সঙ্গে আলাপকালে সঞ্চালক বলেন, “একজন অভিনেতার সত্যিকারে সংগ্রাম সফল হওয়ার পরে শুরু হয়। কারণ সাফল্যের স্বাদ গ্রহণের পর ব্যর্থতার সঙ্গে মোকাবিলা করা কঠিন।” কিন্তু অক্ষয় কুমার এই বক্তব্যের সঙ্গে পুরোপুরি একমত নন। বরং বক্তব্য সংশোধন করে তিনি জানান, সংগ্রাম সবসময়ই থাকে।

অক্ষয় কুমার বলেন, “আপনার অর্জনের পরে, আপনার সাফল্যের পরে, আপনার সিনেমা ভালো করার পরে টিকে থাকার সংগ্রাম শুরু হয়। প্রথম সিনেমা পেতে সংগ্রাম করতে হয়। সংগ্রাম করতে হয় অর্থ ধরে রাখতে, সংগ্রাম করতে হয় বিনিয়োগে।”এক জীবনে সংগ্রাম কখনো শেষ হয় না। এ তথ্য উল্লেখ করে অক্ষয় কুমার বলেন, “সংগ্রাম কখনো শেষ হয় না, আপনার সংগ্রাম চলতেই থাকবে। কারো সংগ্রামই কখনো থামে না। সংগ্রাম সবসময়ই চলমান। আপনাকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। আপনি যদি সংগ্রাম না করেন, তবে আপনার মাঝে সমস্যা আছে।”অক্ষয় কুমার অভিনীত নতুন সিনেমা ‘স্কাই ফোর্স’। শুক্রবার (২৪ জানুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান বিমান যুদ্ধের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। এতে ভারতীয় বিমান বাহিনীর পাইলটের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়া। এটি পরিচালনা করেছেন সন্দীপ কেলওয়ানি।

অক্ষয় কুমারের হাতে বর্তমানে আটটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘জলি এলএলবি থ্রি’, ‘হাউজফুল ফাইভ’, ‘কানাপা’, ‘হেরা ফেরি থ্রি’ প্রভৃতি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট