এস.ই.ডি.এ ফাউন্ডেশন বাংলাদেশ & মাহনাত ফাউন্ডেশন যথাক্রমে সামাজিক, অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান। যা সবসময় বাংলাদেশের অসহায়, দুস্থ, এতিম এবং পথশিশুদের মাঝে বিভিন্ন ধরনের সামাজিক ও সেবামূলক কাজ করেই যাচ্ছে। প্রতি বছর শীতার্তদেরকে এস.ই.ডি.এ ফাউন্ডেশন বাংলাদেশ & মাহনাত ফাউন্ডেশন এর পক্ষ থেকে আলাদা আলাদাভাবে শীতবস্ত্র (কম্বল) উপহার প্রদান করে থাকে। এ বছর উভয় সংগঠন এক সাথে ঢাকা, গাজীপুর, কুড়িগ্রাম, পাবনা ও ঝিনাইদহ তে শীতবস্ত্র বিতরণ-২০২৫ সম্পন্ন করেন।
এস.ই.ডি.এ ফাউন্ডেশন বাংলাদেশ & মাহনাত ফাউন্ডেশন ঢাকা, গাজীপুর, কুড়িগ্রাম, পাবনা ও ঝিনাইদহ তে প্রায় ৬০০ এরো অধিক শীতবস্ত্র বিতরণ-২০২৫ সম্পন্ন করেন।
এস.ই.ডি.এ ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোঃ মোক্তার হোসেন সামির বলেন আমরা খুব পরিমানে সহযোগিতা পেয়েও এগিয়ে যাচ্ছি। যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি জানাই কৃতজ্ঞতা। তিনি আরো বলেন এই সংগঠন চালাতে গিয়ে একটি স্লোগান "যেখানেই শেষ, সেখানেই আমরা" তার পাশাপাশি সমসাময়িক বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে বলেন "আমাদের দেশ, আমাদের অহংকার, রক্ষা করার দায়িত্ব আমাদের"
এ বাক্য কে সামনে রেখে দেশকে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করা সহ কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য আহবান জানান।
মাহনাত ফাউন্ডেশন এর পক্ষ থেকে জনাব মোঃ আবরারুল ইসলাম সোহাগ বলেন আমি সত্যি আনন্দিত যে, এস.ই.ডি.এ ফাউন্ডেশন বাংলাদেশ এর সাথে একত্র হয়ে কাজ করতে পেরে। কেননা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর অতল। তার ধারাবাহিকতায় আমরা শক্তি আমরা বল। এটি প্রমানিত হয়। আমরা প্রতিদন্দী না ভেবে সবাই একসাথে কাজ করলে সবাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।
পরিশেষে জনাব মোঃ মোক্তার হোসেন সামির-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বলেন আমরা প্রায় ১৩ টি জেলাতে আমাদের সংগঠন এর কার্যক্রম চলছে। আমরা বাংলাদেশ এ আমাদের কার্যক্রম ছড়িয়ে দিব, ইনশাআল্লাহ।