1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
মোদী-ট্রাম্প ফোনালাপ, কী নিয়ে হল আলোচনা? - UTTARA BUSINESS NEWS
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

মোদী-ট্রাম্প ফোনালাপ, কী নিয়ে হল আলোচনা?

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

মাত্র এক সপ্তাহ হল যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিয়েছেন ডনাল্ড ট্রাম্প। শপথের পরই তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সোমবার ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন তিনি।

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও মজবুত করতে দুই প্রেসিডেন্টের কথা হয়েছে। ট্রাম্পকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দনও জানান মোদী।

ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে মোদী এক্সে লেখেন, “আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকারী এবং বিশ্বস্ত অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জনগণের কল্যাণ এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য আমরা একসঙ্গে কাজ করব।”গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। প্রশ্ন উঠেছিল, কেন ‘বন্ধু’ ট্রাম্পের শপথে নেই মোদী?

কিন্তু সেই প্রশ্নের অবসান ঘটিয়ে কয়েকদিন আগেই জানা যায়, ফেব্রুয়ারিতেই বৈঠক করতে পারেন ট্রাম্প ও মোদী। আর এপ্রিলে ভারত সফর করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এই জল্পনা-কল্পনার মধ্যেই সোমবার ফোনালাপ হল তাদের মধ্যে।

প্রধানমন্ত্রী মোদীর কার্যালয় জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে দুই দেশের মধ্যকার ধাক্কা খাওয়া দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক মেরামত করা নিয়ে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। গত সপ্তাহে ট্রাম্পের অভিষেকের পর মোদীর সঙ্গে এটিই তার প্রথম আলাপ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট