1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
যুক্তরাষ্ট্রে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষ, হতাহতের শঙ্কা - UTTARA BUSINESS NEWS
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে বিমান ও হেলিকপ্টারের সংঘর্ষ, হতাহতের শঙ্কা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার পোটোমাক নদীতে বিধস্ত হয়েছে। এতে হতাহতের শঙ্কা রয়েছে।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তদন্ত চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

সিএনএন বলছে, মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে। ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী এবং চারজন কেবিন ক্রু ছিলেন। ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারটিতে তিনজন মার্কিন সেনা ছিলেন।

ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, পোটোমাক নদীতে বিমান দুর্ঘটনার পর একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। বিধ্বস্ত আমেরিকান এয়ারলাইন্সের বিমানটি পোটোম্যাক নদীতে দুই ভাগ হয়ে পড়ে আছে। দুর্ঘটনায় জড়িত হেলিকপ্টারটি বিমানের কাছেই উল্টে পানিতে পড়ে আছে।

রেগান ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলেছে, এয়ারফিল্ডে একটি বিমান দুর্ঘটনার জন্য জরুরি সংস্থাগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে। তবে এখন পর্যন্ত বিমানের ধরন, আরোহীদের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবার (এনডাব্লিএস) তথ্যানুসারে, সংঘর্ষের স্থানটিতে রাতের বেলা তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই এলাকার সর্বনিম্ন তাপমাত্রা -১ থেকে -২ সেলসিয়াস হতে পারে।উদ্ধার অভিযানে আবহাওয়া পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ বিষয় হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রেগান বিমানবন্দরের কাছে ঘটে যাওয়া বিমান সংঘর্ষের ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট