1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
শেষের লড়াইয়ে ছড়াচ্ছে উন্মাদনা - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:০৯ অপরাহ্ন

শেষের লড়াইয়ে ছড়াচ্ছে উন্মাদনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

একপেশে লড়াইয়ে রংপুর রাইডার্স ছিল ধরা ছোঁয়ার বাইরে। টানা আট জয়ে রংপুরের মুখের হাসি ছিল চওড়া। সবার আগে নিশ্চিত করে প্লে’ অফ। অথচ সেই দলটাই পরের চার ম‌্যাচে এমন ভরাডুবি!বিপিএলে এখন পর্যন্ত যে উন্মাদনা তা টিকে আছে রংপুর রাইডার্সের টানা চার হারের কারণে। আজ বিপিএলের রাউন্ড রবিন লিগের শেষ দিনের খেলা। রংপুরের ম‌্যাচ নেই। তবুও তারা পাখির চোখে পরখ করবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ম‌্যাচ। এই দুই দল রংপুরের পর প্লে’ অফ নিশ্চিত করে।

বরিশাল এখন টেবিল টপার। ১৮ পয়েন্ট তাদের। আজকের জয়-পরাজয়ে তাদের শীর্ষস্থান নড়াচড়া হবে না। চিটাগং কিংসের জন‌্য ম‌্যাচটা গুরুত্বপূর্ণ। আজ তারা জিতলে চলে দুই নম্বরে। খেলবে প্রথম কোয়ালিফায়ার। যেখানে প্রতিপক্ষ হিসেবে পাবে বরিশালকে। আর যদি চিটাগং হেরে যায় তাহলে রংপুর ও বরিশাল খেলবে প্রথম কোয়ালিফায়ার। চিটাগংকে খেলতে হবে এলিমিনেটর ম‌্যাচ।

খুলনা টাইগার্স আজ অলিখিত ফাইনাল খেলবে ঢাকা ক‌্যাপিটালসের বিপক্ষে। ঢাকা টুর্নামেন্টের ষষ্ঠ দল। তারা আজ কেবল নিয়মরক্ষার ম‌্যাচে মাঠে নামবে। খুলনা টাইগার্স আজ জিতলে যাবে সেরা চারে। আর হেরে গেলে দুর্বার রাজশাহী যাবে প্লে’ অফে। রান রেটের হিসেবে তাদের কপাল আবার পুড়তেও পারে।১ ম‌্যাচে ৫ জয়ে খুলনার পয়েন্ট ১০। আজকের ম‌্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১২। সমান পয়েন্ট রাজশাহীর। তারা ১২ ম‌্যাচে ৬টি জিতেছে, ৬টি হেরেছে। খুলনার হারে তাদের সেরা চারে যাওয়ার সুযোগ হতে পারে। আর খুলনা জিতলে মিরাজ-আফিফ-নাঈমদের দেখা যাবে সেরা চারে।পয়েন্ট তালিকার তিন ও চার নম্বর দল খেলবে এলিমিনেটর ম‌্যাচ। সেই ম‌্যাচে যারা জিতবে তারা যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। পরাজিত দল বাদ পড়বে। আর প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল খেলবে এলিমিনেটর ম‌্যাচ। বিজয়ী দল যাবে ফাইনালে।

আগামী ৭ ফেব্রুয়ারি বিপিএলের পর্দা নামবে ফাইনাল ম‌্যাচ দিয়ে। কার মুখে হাসি ফোটে সেটা দেখার জন‌্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট