1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
আজ চকলেট ডে, প্রিয়জনকে চকলেট দেওয়ার দিন - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

আজ চকলেট ডে, প্রিয়জনকে চকলেট দেওয়ার দিন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

চলছে ভ্যালেন্টাইন সপ্তাহ। ৯ ফেব্রুয়ারি চকলেট দিবস। এই দিবসে প্রিয়জনকে ভালোবাসার প্রতীক হিসেবে চকলেট দিতে পারেন। ছোট্ট এই উপহারটি প্রিয়জনের মন ভালো করে দিতে পারে। এতে সম্পর্কে যোগ হতে পারে মধুরতা। চকলেট ষোড়শ শতাব্দীতে ইউরোপে জনপ্রিয়তা পায়। একটা পর্যায়ে প্রেম ও হাসিখুশির প্রতীক হয়ে ওঠে। অনেকে চকলেট উপহার দিয়ে প্রেমের প্রস্তাব দেন।জানা যায়, ষোড়শ শতাব্দীতে ইউরোপে চকলেট জনপ্রিয়তা পায়। শুরুতে চকলেটের স্বাদ তেতো ছিল। চকলেটের স্বাদ কেবল অসাধারণই নয় এটি স্বাস্থ্যের জন্যও খুব উপকারী। মানসিক স্বাস্থ্যও ভালো রাখে চকলেট। প্রিয়জনকে চকলেট বক্স ছাড়াও আর কী কী উপহার দিতে পারেন, জেনে নিন।

চকলেট কেক: চকলেট দিবসে প্রিয়জনকে চকলেট কেক উপহার দিতে পারেন। কেক উপহার দিলে এর সঙ্গে একটি মিষ্টি বার্তা দেওয়ারও সুযোগ পাবেন। কেকের ওপর লিখে দিতে পারেন প্রেমের কোনো কবিতা।চকলেটের তোড়া: চকলেট দিবসে বিশেষভাবে চকলেটের তোড়া প্রিয়জনকে উপহার দিতে পারেন। এই ধরনের উপহারে সঙ্গী বেশ খুশিই হবে ৷চকলেট হ্যাম্পার: চকলেট হ্যাম্পারে থাকে বিভিন্ন ধরণের চকলেট। আপনি এটি কাস্টমাইজও করে দিতে পারেন। যার মধ্যে থাকতে পারে চকলেট চিপস, চকলেট পানীয়, চকলেট ক্যান্ডি, চকলেট সাবান কিংবা চকলেট সুগন্ধি। চকলেট গয়না: চকলেট দিবস উপলক্ষে যদি প্রিয়জনকে চমকে দিতে চান তাহলে আপনি তাকে চকলেট গয়না উপহার দিতে পারেন। সেক্ষেত্রে গিফট শপে আপনি চকলেট কানের দুল থেকে শুরু করে নেকলেস, ব্রেসলেট ইত্যাদি অনেক বিকল্প খুঁজে পেতে পারেন। অথবা কাস্টেমাইজ করে দিতে পারেন।

চকলেট স্পা: চকলেট দিবস উপলক্ষে, আপনি আপনার প্রিয়জনের জন্য চকলেট স্পা বুক করতে পারেন। চকলেট স্পা মেজাজ ভালো করে দেয়। এতে ভালোবাসাও বৃদ্ধি পাবে ।

চকলোটের উপকারিতা: চকলেটের রয়েছে নানা ধরনের উপকারিতা। চকলেট খেলে মস্তিষ্ক এন্ডোরফিন নিঃসরণ করে৷ যা হার্টের জন্য খুবই উপকারী। এটি রক্তচাপ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট