1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

গাজীপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় সংগঠনটির এক সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে।

আহত যুবকের নাম মোবাসের হোসেন (২৬)। তিনি নগরীর হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে। মোবাসের বৈষম্যবিরোধী গাজীপুর জেলার সদস্য। শিক্ষার্থীরা জানান, শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে গাজীপুরের শহরের প্রধান সড়ক অবরোধ করে দিনভর বিক্ষোভ চলে। বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর পুলিশ কমিশনার নাজমুল করিম খান শিক্ষার্থীদের সঠিক বিচার পাইয়ে দেওয়ার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। এরপর বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা চলে যায়। শিক্ষার্থীদের একটি অংশ জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছিল। এসময়ে একটি মোটরসাইকেল আসা দুইজন সন্ত্রাসী শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা পালিয়ে যায়। গুলিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোবাসের হোসেনের ডান হাতের এক পাশে লাগে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মনজুর মোর্শেদ গণমাধ্যমকে জানান, রোগীর ডান বাহুতে গুলি লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গাজীপুর সদর থানার পরিদর্শক তদন্ত মো. সিদ্দিকুর রহমান বলেন, ‍“একজনের হাতে গুলি লেগেছে শুনেছি। ঘটনা কি ঘটেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট