বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মোনাজাত শুরু হবে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘‘সকাল ৯টায় হেদায়েতি বয়ান শুরু হয়েছে। হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাত শুরু হবে। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব।’’
আখেরি মোনাজাত উপলক্ষে তুরাগতীরে মুসল্লিদের ঢল নেমেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হয়েছে দুই ধাপে। এর মধ্যে, ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মানুষ। ৩ থেকে ৫ ফেব্রুয়ারি হয় দ্বিতীয় ধাপের ইজতেমা। তাতে অংশগ্রহণ করেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হয় ১৪ ফেব্রুয়ারি।