1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
দিল্লির পর ভূমিকম্পে কাঁপল বিহার - UTTARA BUSINESS NEWS
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

দিল্লির পর ভূমিকম্পে কাঁপল বিহার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৮ বার পড়া হয়েছে

দিল্লিতে ভূমিকম্প আঘাত হানার হওয়ার কয়েক ঘণ্টা পর কাঁপল বিহার। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৭ মিনিটে বিহারের সিওয়ানে ভূকম্পন অনুভূত হয়।ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৪। বিহারের এই ভূমিকম্প দিল্লির কম্পনের আফটার শক বলে ধারণা করা হচ্ছে।

এর আগে, ভোর ৫টা ৩৬ মিনিটে ভারতের রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকা ভূমিকম্পে কেঁপে উঠে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মাঝে। লোকজন ছুটোছুটি করে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। এর উৎপত্তিস্থল দিল্লির মধ্যেই এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে।তাৎক্ষণিকভাবে দিল্লি ও বিহারের ভূমিকম্পের ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূমিকম্পের পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে এক বার্তায় জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এবং সতর্কতার সঙ্গে নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেন।

তিনি বলেছেন, ‘‘কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে।’’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট