1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতে রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সানীর মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাতে এ অভিনেতা লেখেন, “অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।”

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন সানী। এ তথ্য জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন নির্মাতা হাসিব হোসাইন রাখি। তিনি লিখেন, “আহারে জীবন। রাত ৩টা ৩০ মিনিটে হার্ট অ্যাটাকে মারা গেছেন সানী।” নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু সানীর মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে লেখেন, “আমার ভাই অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা স্পেশালাইজড হাসপাতালে রাত ৩টা ৩০ মিনিটে সে ইন্তেকাল করেছে।” শাহবাজ সানী নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আশার পর’ নাটক দিয়ে শোবিজে পা রাখেন। অল্প সময়ের মধ্যে অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে ওঠেন এবং সেই সঙ্গে অর্জন করেন নির্মাতাদের আস্থাও। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও সানী কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন। ২০১৮ সালে তাকে প্রথমবার ‘আব্দুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারকী। নাটকটি প্রচারের পর দর্শকমহলে তুমুল প্রশংসা পান এই তরুণ তুর্কী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট