1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
সাজেকে আগুন পুড়ল ১০ রিসোর্ট - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

সাজেকে আগুন পুড়ল ১০ রিসোর্ট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে আগুন লেগে ১০টি রিসোর্টে পুড়ে গেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ‌‘অবকাশ রিসোর্ট’ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন আশপাশের রিসোর্টে ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, “দুপুর আড়াইটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কতোগুলো রিসোর্ট পুড়ে গেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে, অনেক রিসোর্টে আগুন লেগেছে।”চাঁদের বাড়ি রিসোর্টের মালিক ইমরান জানান, আগুন ১০টি রিসোর্টে লেগেছে। সেগুলো হলো-ইকো ভ্যালী, অবকাশ, টিজিবি লুসাই, ছাউনি, আদ্রিকা, তরুছায়া, মেঘের ঘর, মর্নিং স্টার, তংথক ও মনটানা। অবকাশ রিসোর্টের সত্ত্বাধিকারী মো. দেলোয়ার বলেন, “আগুনে নিয়ন্ত্রণ আসেনি। এখন পর্যন্ত অনেক রিসোর্ট পুড়ে গেছে। এই সংখ্যা আরো বাড়বে।”

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার বলেন, “আজ দুপুরের দিকে সাজেকের একটি রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়। সেনাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। সাজেকে দমকল বাহিনীর কোনো ইউনিট না থাকায় খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস রওনা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট