হোয়াইট হাউজের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার ওপর আত্মবিশ্বাসী। তিনি রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পারবেন এবং ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে পারবেন। তিন বছর ধরে চলমান এই যুদ্ধ এই সপ্তাহেই শেষ হতে পারে।শনিবার (২২ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজের প্রেস সচিব দক্ষিণ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ইঙ্গিত দিয়েছেন। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির।
গত মাসে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ইউক্রেনে যুদ্ধ বন্ধের ব্যাপারে জোর তৎপরতা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ব্যাপারে আলোচনা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথাও বলেছেন। এ ছাড়া রুশ প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতেও প্রস্তুত বলে জানিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে হোয়াইট হাউজেরর পক্ষ থেকে বলা হলো, চলতি সপ্তাহেই এই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হতে পারে।ক্যারোলিন লেভিট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল এই যুদ্ধ বন্ধ করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। প্রেসিডেন্ট আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন, আমরা এই সপ্তাহেই এটি সম্পন্ন করতে পারব।”লেভিট আরো জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট ওয়াল্টজ এই সপ্তাহান্তে একটি চুক্তির জন্য দিনরাত কাজ করছেন। তিনি উল্লেখ করেন যে, ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও ইউক্রেনের সঙ্গে প্রাকৃতিক সম্পদের বিষয়ে একটি প্রস্তাবিত চুক্তি নিয়ে আলোচনা করছেন।