1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
ছোলার দাম কমেছে কেজিতে ২৫ টাকা - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

ছোলার দাম কমেছে কেজিতে ২৫ টাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

রমজানকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে বেড়েছে ছোলা আমদানি। যার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। হিলির বাজারে গত এক মাসের ব্যবধানে ছোলার দাম কমেছে কেজিতে ২৫ টাকা। বর্তমানে ইফতারের অন্যতম এই উপকরণটি বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। শনিবার (১ মার্চ) সকালে হিলি বন্দর বাজারের ব্যবসায়ীরা জানান, রমজানে বাজারে ছোলার দাম কম বা স্বাভাবিক রাখতে ভারত থেকে পর্যাপ্ত ছোলা আমদানি করছেন ব্যবসায়ীরা। কয়েক মাস আগেও এই বন্দরে দিনে এক থেকে দুই ট্রাক ছোলা আমদানি হত। রমজানকে ঘিরে শুল্কমুক্ত প্রতিদিন ১০ থেকে ২০ ট্রাক ছোলা আমদানি হচ্ছে। যে কারণে কমে গেছে ছোলার দাম। এক মাস আগে বাজারে ছোলার কেজি ছিল ১২৫ টাকা। বর্তমান দাম কমে ছোলা ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

তারা আরো জানান, বাজারে মসুর ডাল বিক্রি হচ্ছে মোটাটা ১০০ টাকা ও দেশিটা ১৩০ টাকা কেজি দরে। বুটের ডাল ১২০, খেসারির ডাল ১০৫, মাসকলাই ১৮০ ও মুগ ডাল বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। হিলি বাজারে ছোলা কিনতে আসা আব্দুল খালেক বলেন, “ইনশাআল্লাহ আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে রমজান মাস। ইফতারের জন্য ছোলার প্রয়োজনীয়তা অপরিসীম। আজ বাজারে ছোলা কিনতে আসলাম। দাম আগের চেয়ে অনেক কম। এর আগে ১২৫ টাকা কেজি দরে ছোলা কিনেছিলাম, আজ মাত্র ১০০ টাকা কেজি।”মফিদুল ইসলাম নামে অপর ক্রেতা বলেন, “প্রতিবছর রমজানে নিত্যপণ্যের দাম থাকে বাড়তির দিকে। এবার চিত্র আলাদা। প্রায় পণ্যের দাম কম। এবার ছোলা ১০০ টাকা, পেঁয়াজ ৩০, আদা ১০০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা ও রসুন ১০০ টাকা কেজি দরে কিনতে পেরেছি। পাশাপাশি অন্যান্য সবজির দামও অনেক কম। আশা করছি, এবার রমজানে তেমন সমস্যা হবে না।” হিলি বাজারে ছোলার ব্যবসায়ী জামান বলেন, “বর্তমান ভারত থেকে এই বন্দরে পর্যাপ্ত ছোলা আমদানি হচ্ছে। পাশাপাশি অন্যান্য দেশ থেকেও ছোলা আমদানি করছে সরকার বলে শুনেছি। মূলত রমজান মাসে এসব পণ্যের দাম স্বাভাবিক রাখার জন্যই আমদানি করা হচ্ছে। আমরা ১০০ থেকে ১০৫ টাকা কেজি হিসেবে ছোলা খুচরা বিক্রি করছি।”

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শফিউল ইসলাম বলেন, “কিছুদিন ধরে এই বন্দরে ছোলা আমদানি বৃদ্ধি পেয়েছে। শুল্কমুক্তভাবে পণ্যটি আমদানি হচ্ছে। যেহেতু রমজান মাস চলে এসেছে, সেহেতু আমরা কাস্টমসের সব কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করে পণ্যটির ছাড়করণ করছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট