1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
বরিশালের ৬টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন

বরিশালের ৬টি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সমনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে বরিশাল জেলা ও মহানগর জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জেলার ছয়টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বরিশাল নগরীর চৌমাথায় জামায়াতের রুকন সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল।

স্থানীয় কাউন্সিলরদের মতামত এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। রোকন সম্মেলনে অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জামায়াতের হয়ে লড়বেন মাওলানা কামরুল ইসলাম খান। বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মাস্টার আব্দুল মান্নান, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর ও বরিশাল-৪ আসনে (হিজলা-মেহেন্দিগঞ্জ) অধ্যাপক মাওলানা আবদুল জব্বার প্রতিদ্বন্দ্বিতা করবেন। বরিশাল-৫ (সদর) আসনে অ্যাডভোকেট মোযাযযম হোসাইন হেলাল এবং বরিশাল-৬ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার নির্বাচনে অংশ নেবেন।বরিশাল জেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সঞ্চালনায় রোকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ফখর উদ্দিন খান রাযী।বরিশাল মহানগর জমায়াতের প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক বায়েজিদ বোস্তামী বলেন, ‍“বরিশালের ছয়টি আসনেরই প্রার্থী আগে থেকেই চূড়ান্ত ছিল। বরিশাল-৪ আসনের প্রার্থী আবুল হোসেন বশিরুল্লাহ অসুস্থ থাকার কারণে ওই আসনে নতুন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সাম্প্রতি রোকনদের সম্মেলনে সবার মতামতের ভিত্তিতে অধ্যাপক মাওলানা আবদুল জব্বারকে বরিশাল-৪ আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়।”

বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত করতে কাজ করা হচ্ছে। রোকন সম্মেলনে বরিশালের ছয়টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনের আগে এ তালিকার কিছুটা পরিবর্তন হলেও হতে পারে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট