1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
সঠিক পথে যোগ‌্য হাতে ভারত: বিরাট - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

সঠিক পথে যোগ‌্য হাতে ভারত: বিরাট

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

পরপর দুইটি আইসিসি ইভেন্টে শিরোপা ভারতের। দুটিতেই বিরাট কোহলির বিরাট অবদান। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এবার তার হাতে চ‌্যাম্পিয়নস ট্রফির শিরোপা। ২০২৩ বিশ্বকাপও জেতার সূবর্ণ সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়।

এবার অপরাজিত চ‌্যাম্পিয়ন হয়ে ভারত পেয়েছে শিরোপার স্বাদ। সবার সম্মিলিত প্রচেষ্টায় শিরোপা জয় সম্ভব হয়েছে বলে মনে করেন বিরাট। মাঠে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‘এটা (চ‌্যাম্পিয়নস ট্রফির সফর) অসাধারণ ছিল। অস্ট্রেলিয়ার কঠিন সফরের পর আমরা ঘুরে দাঁড়াতে চেয়েছিলাম। তরুণদের সাথে খেলাটা দারুন ছিল। তারা এগিয়ে আসছে এবং ভারতকে সঠিক পথে নিয়ে যাচ্ছে।’’

বাংলাদেশকে হারিয়ে চ‌্যাম্পিয়নস ট্রফির যাত্রা শুরু করে ভারত। এরপর পাকিস্তান ও নিউ জিল‌্যান্ডকে হারিয়ে গ্রুপ চ‌্যাম্পিয়ন হয়ে যায় সেমিফাইনালে। সেখানেও অদম‌্য ভারত। অস্ট্রেলিয়াকে উড়িয়ে নিশ্চিত করে ফাইনাল। নিউ জিল‌্যান্ডের বিপক্ষে ফাইনালে ফিরতি দেখায় তাদেরকে খুব একটা পাত্তা দেয়নি।

শিরোপা জয়ের পেছনে সবার অবদানের কথা মনে করালেন বিরাট, ‘‘এতদিন খেলার পর, চাপের মধ্যে খেলার জন্য আপনি প্রস্তুত আছেন এটা ভালো দিক। শিরোপা জিততে পুরো দলকে বিভিন্ন খেলায় এগিয়ে আসতে হয়। প্রত‌্যেকে এত প্রভাবশালী ইনিংস খেলেছে এবং ভালো স্পেল করেছে যে সম্মিলিত প্রচেষ্টাই আমাদের জন্য শিরোপা জয় করা সম্ভব হয়েছে।’’মাহেন্দ্র সিং ধোনির পর বিরাট, জাদেজা, রোহিতের হাত ধরে ভারতের ক্রিকেট এগিয়েছে অনেক। এখন রাহুল, হার্দিক, গিল, শ্রেয়াসরা সেই ব‌্যাটন ধরে টিম ইন্ডিয়াকে প্রতিনিধিত্ব করছে দাপটের সঙ্গে। যোগ‌্য হাতেই ভারতীয় ক্রিকেট আছে বলে বিশ্বাস করেন বিরাট, ‘‘আমি এই ছেলেদের সাথে কথা বলার চেষ্টা করি, আমার অভিজ্ঞতা শেয়ার করি, তাদের বলি যে, আমি এত দিন ধরে কীভাবে খেলেছি। আপনি যখন চলে যাবেন অবশ‌্যই চাইবেন আপনার দলটা যেন ভালো অবস্থানে থাকে। আগেও বললাম, গিল, শ্রেয়াস, রাহুল এবং অন‌্যান‌্যরা প্রভাব বিস্তারকারী ইনিংস খেলেছে। দলটা খুব ভালো হাতে আছে।’’

ফাইনাল হারলেও নিউ জিল‌্যান্ডকে প্রশংসায় ভাসিয়েছেন বিরাট, ‘‘সীমিত সংখ্যক খেলোয়াড় নিয়ে নিউ জিল্যান্ড কী করতে পারে তা নিয়ে আমরা সবসময়ই অবাক হয়েছি। তারা একটি নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে আসে। প্রতিটি ফিল্ডার জানে বোলার কোথায় বল করবে। তাদের সামর্থ‌্যের উপর তাদের অগাধ বিশ্বাস, সেরা ফিল্ডিং দল। তাদের জন্য বিশাল শুভকামনা। হেরে যাওয়া দলে একজন খুব ভালো বন্ধু (কেন উইলিয়ামসন) । ব‌্যথিত তার জন‌্য। তার জন‌্য আমার কেবল ভালোবাসা।’’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট