1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
‘ভারতে এসো না, চেষ্টা করলেও পারবে না’ - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

‘ভারতে এসো না, চেষ্টা করলেও পারবে না’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

ভারতের চ‌্যাম্পিয়নস ট্রফি জয়ের অন‌্যতম নায়ক বরুণ চক্রবর্তী। ডানহাতি স্পিনার বেশ বৈচিত্র‌্যপূর্ণ বোলিং করে কাজটা সহজ করে দিয়েছিলেন চ‌্যাম্পিয়নদের জন‌্য।ফাইনালে ভারত যখন নিউ জিল‌্যান্ডের উইকেটের জন‌্য কাতরাচ্ছিলেন তখন বরুণ ব্রেক থ্রু এনে দেন। পরবর্তীতে নেন আরো ২ উইকেট। সব মিলিয়ে চ‌্যাম্পিয়নস ট্রফিতে তার শিকার ৯ উইকেট। অনেক ঘামবিন্দু ঝরিয়ে বরুণ শূন‌্য থেকে অসাধারণ হয়ে উঠেছেন।

২০২১ সালে তার অভিষেক হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু সেবার ভারত গ্রুপ পর্ব পেরিয়ে সেমিফাইনাল খেলতে পারেননি। তাতে প্রবল সমালোচনা হয়েছে ভারতকে নিয়ে। বাদ পড়েননি বরুণও। কিন্তু তাকে দেওয়া হয়েছিল প্রাণনাশের হুমকি। দুবাই থেকে ভারতে না ফেরার কথাও বলা হয়েছিল।

এক ইউটিউব চ‌্যানেলে বরুণ বলেছেন, ‘‘২০২১ বিশ্বকাপের পর, আমি হুমকিমূলক ফোন পেয়েছিলাম। ‘ভারতে এসো না। চেষ্টা করলেও পারবে না।’ লোকেরা আমার বাড়ির কাছে এসে আমাকে খুঁজে বের করত – মাঝে মাঝে আমাকে লুকিয়ে থাকতে হত। যখন আমি বিমানবন্দর থেকে ফিরছিলাম, তখন কিছু লোক তাদের বাইকে করে আমার পিছু নিত। এটা ঘটে। আমি বুঝতে পারি যে ভক্তরা আবেগপ্রবণ।’’সেসব কঠিন সময় পেরিয়ে অসাধারণ, অনন‌্য হয়ে উঠায় স্বার্থকতা দেখছেন বরুণ, ‘‘কিন্তু যখন আমি সেইসব জিনিস এবং এখন যে প্রশংসা পাচ্ছি তার দিকে ফিরে তাকাই, তখন আমি খুশি হই। আমি বিশ্বাস করতে পারছি না যে সব ভালো জিনিস একসাথে ঘটে। আমি এটিকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চাই। আমি ব্যর্থতার মুখোমুখি হয়েছি, এবং আমি জানি সমালোচনা কতটা খারাপ হতে পারে।’’নিজের ওপর তার বিশ্বাসও জন্মেছে প্রবল, ‘‘আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কারণ আমি মাত্র চারটি ম্যাচ খেলেছি। আর যখন আমি সেই ম্যাচগুলোতে ভালো খেলেছি, তখন আমার মনে হয়েছে আমি এখানেই থাকবো এবং আমার জন্য একটা জায়গা আছে। কিন্তু আমি এই সাফল্য আশা করিনি।’’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট