1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
সিলেটে এনসিপির ইফতার মাহফিলে হাতাহাতি - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

সিলেটে এনসিপির ইফতার মাহফিলে হাতাহাতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (২২ মার্চ) সিলেট নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ঘটনাটি ঘটে। এসময় এসসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির কেন্দ্রীয় নেতা ডা. তাসনীম জারা যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন মঞ্চের সামনে বসা নিয়ে হঠাৎ ক্ষিপ্ত হন কয়েকজন নেতা। কথা কাটাকাটির একপর্যায়ে শুরু হয় হাতাহাতি। এসময় সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তাদের হেনস্তা করেন এনসিপির নেতাকর্মীরা। এর প্রতিবাদে ইফতার না করেই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন সাংবাদিকরা।ইফতার শেষে এ বিষয়ে জানতে যোগাযোগ করলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক এহতেশামুল হক বলেন, “রাতে সাংবাদিকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে এ বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট