1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
ব্রাজিলের জালে আর্জেন্টিনার চার গোল - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

ব্রাজিলের জালে আর্জেন্টিনার চার গোল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

ছন্দময় আর্জেন্টিনার সামনে বিবর্ণ ব্রাজিল। বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় ব্রাজিলকে নিয়ে রীতিমত ছেলেখেলায় মেতে উঠল আর্জেন্টিনা। সাবেক শিরোপাধারীদের জালে গুনেগুনে ৪ গোল দিল বর্তমান শিরোপাধারীরা।ব্রাজিল শোধ দিয়েছে ১ গোল। তাতে শুধু পরাজয়ের ব্যবধানই কমেছে।
নিজেদের মাঠ বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার এমন আধিপত্যে বড় পরাজয়কে সঙ্গী করেছে ব্রাজিল। মাঠে নামার আগেই অবশ্য আর্জেন্টিনা বিশ্বকাপ খেলার টিকিট পেয়ে যায়। বাছাই পর্বের অন্য ম্যাচে উরুগুয়ে বলিভিয়াকে হারাতে না পারায় আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার মহাদেশের প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট পায়। সেই আনন্দটা আর্জেন্টিনা দ্বিগুন করে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে।

লিওনেল স্কোলানির দলের হয়ে একটি করে গোল করেন জুলিয়েন আলভারেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ানো সিমেওনে। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন ম্যাথুস সুনহা।

১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা বাছাইপর্বে টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিলের সমান ম্যাচে সংগ্রহ কেবল ২১ পয়েন্ট। তারা আছে চার নম্বরে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট