1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
আশুলিয়ায় চলন্ত বাসে আগুন - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় হানিফ পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।শনিবার (৫ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটের দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার দুপুরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। রাত সাড়ে ৮টার দিকে বাসটি আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসের নিচ থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। দ্রুত সুপারভাইজারকে জানালে তিনি চালককে অবহিত করেন। চালক বাসটি সড়কে পাশে থামালে যাত্রীরা দ্রুত নেমে যায়। পরে ৯৯৯ নম্বরে কল দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, ‘‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিন ওভারহিটের কারণে আগুন লেগেছে। এতে বাসের সব ছিট পুড়ে গেছে।’’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট