1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
মার্টিনেজের ভিলাকে হারিয়ে সেমির পথে পিএসজি - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন

মার্টিনেজের ভিলাকে হারিয়ে সেমির পথে পিএসজি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) আক্রমণাত্মক ফুটবলের কাছে হার মানতে হলো অ্যাস্টন ভিলাকে। বুধবার (০৯ এপ্রিল) দিবাগত রাতে পার্ক দেস প্রিন্সে ফরাসি জায়ান্টদের কাছে ৩-১ গোলে হার মানে ইংলিশ ক্লাবটি।অবশ্য ম্যাচের আগে বেশ আলোচনায় ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। অবশ্য শুরু থেকেই তাকে লক্ষ্য করে পিএসজি সমর্থকদের দুয়ো দিচ্ছিলেন। যদিও দুর্দান্ত কিছু সেভ করে নিজের দক্ষতার প্রমাণ দেন তিনি। কিন্তু দলকে হার থেকে বাঁচাতে পারেননি।

প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও গোল খেয়ে পিছিয়ে পড়ে পিএসজি। ৩৫ মিনিটে জন ম্যাকগিনের বুদ্ধিদীপ্ত পাস থেকে পাল্টা আক্রমণে উঠে গোল করেন অ্যাস্টন ভিলার মর্গান রজার্স। তবে তাদের লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৯ মিনিটে কর্নার থেকে দারুণ শটে গোল করে ম্যাচে সমতা ফেরান পিএসজির দেজিরে দুয়ে।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় পিএসজি। ৪৯ মিনিটে খভিচা খভারাতস্কেলিয়া একক প্রচেষ্টায় মার্টিনেজকে পরাস্ত করে ব্যবধান বাড়িয়ে ২-১ করেন। এরপর অফসাইডের ফাঁদে পড়ে হাকিমির একটি গোল বাতিল হয়। কিন্তু যোগ করা সময়ে (৯০+২) নুনো মেন্ডেসের নিখুঁত শটে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে পিএসজি।

এই হারে অ্যাস্টন ভিলার সামনে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ কঠিন হয়ে গেল। আগামী ১৫ এপ্রিল ঘরের মাঠে ফিরতি লেগে অন্তত দুই গোলের ব্যবধানে জয় না পেলে ৪২ বছর পর কোয়ার্টার ফাইনালে এসে আবারও বিদায় নিতে হবে ইউরোপীয় সেরা মঞ্চ থেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট