1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
এবার ‘শুল্ক-বহির্ভূত অপরাধ’ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

এবার ‘শুল্ক-বহির্ভূত অপরাধ’ নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

শুল্ক নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার ‘শুল্ক বহির্ভূত অপরাধ’ নিয়ে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক বহির্ভূত ৮টি ‘অপরাধ’-এর একটি তালিকা প্রকাশ করেছেন তিনি এবং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব দেশ এসব অপরাধ করবে তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চিরতরে নষ্ট হতে পাসোমবার (২১ এপ্রিল) ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এই হুমকি দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

চীন ছাড়া বাকি সব দেশের উপর চাপানো নতুন শুল্কনীতিতে ৯০ দিনের স্থগিতাদেশ ঘোষণার দু’সপ্তাহের মাথায় এবার এমন ঘোষণা দিলেন ট্রাম্প।ট্রাম্প ঘোষিত ৮টি ‘অপরাধের’ তালিকায় রয়েছে- ইচ্ছাকৃতভাবে মুদ্রার হার বদল, এই অভিযোগ তিনি এর আগেও কিছু দেশের বিরুদ্ধে করেছেন। এছাড়াও আছে পণ্যের ওপর আমদানি-শুল্কের মতো মূল্যযুক্ত কর (ভ্যাট) চাপানো, উৎপাদন মূল্যের কমে রপ্তানি এবং অন্যান্য সরকারি ভর্তুকি, প্রতিরক্ষামূলক কৃষি ব্যবস্থা (যেমন ইউরোপে জিনগতভাবে উৎপাদিত ভুট্টা না থাকা), প্রতিরক্ষামূলক প্রযুক্তি (জাপানের ‘বোলিং বল’ পরীক্ষা, যা ব্যবহার করে জাপান মার্কিন গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলোকে জাপানি গ্রাহকদের কাছে বিক্রির জন্য প্রতারণা করে বলে অভিযোগ), জাল নোট তৈরি, পাইরেসি এবং শুল্ক এড়াতে দফায় দফায় পণ্য রপ্তানি। গত ২ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ৯ এপ্রিল থেকে তা কার্যকর হওয়ার কথা ছিল। যদিও তার এক দিন আগে শুল্কনীতি সাময়িকভাবে স্থগিত করেন ট্রাম্প। কিন্তু চীনা পণ্যের উপর শুল্কের পরিমাণ ১৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৪৫ শতাংশ করতে চলেছে ট্রাম্প প্রশাসন। বাকি সব দেশের উপর শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে এবার নতুন করে ‘শুল্ক বহির্ভূত অপরাধ’ নিয়ে দেশগুলোকে সতর্ক করলেন ট্রাম্প।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট