অবশেষে জয়পুরে রঙ ছড়াল রাজস্থান রয়্যালস। আরো সুক্ষভাবে বললে ১৪ বছরের এক কিশোরের ব্যাট রাঙাল রাজস্থানকে, একই সাথে সমগ্র ভারতের ক্রিকেটপ্রেমীদের মনকেও। বৈভব সুরিয়াবনশি তার বিষ্ফোরণ ব্যাটিংয়ে ছড়ালেন মুগদ্ধতা ও বিষ্ময়।
এই ম্যাচটা হারলেই তার দল রাজস্থানকে ছিটকে পড়তে হতো প্লে’অফের দৌড় থেকে। এমন পরিস্থিতিতে ১৪ বছরের বৈভব গোটা দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। প্রথমে ব্যাটিং করা গুজরাট ছুঁড়ে দিয়েছিল ৪ উইকেটের বিনিময়ে ২০৯ রানের বিশাল চ্যালেঞ্জ। সেই লক্ষ্যকে মামুলি বানিয়ে মাত্র ১৫.৫ ওভারে ৮ উইকেট হাতে রেখেই গন্তব্যে পৌঁছে যায় রাজস্থান। কিশোর সুরিয়াবানশি করেন রেকর্ড গড়া এক শতক এই অসাধ্য হেসেখেই সাধন করেছে স্বাগতিকরা।