চার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। ফলে, ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করা হয়। বিভিন্ন জেলা থেকে আসা ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন।
এদিকে, আন্দোলনকারীদের পক্ষে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তাদের দাবি জানাতে সচিবালয়ে গেছে।
শাহবাগ অবরোধ সম্পর্কে জানতে চাইলে বরিশাল সরকারি ম্যাটসের শিক্ষার্থী সাকিব হাসান বলেছেন, “আমরা চার দাবি নিয়ে অনেক আন্দোলন করেছি। কিন্তু, সফলতার মুখ দেখিনি। ১২ বছর ধরে আমরা আন্দোলন করছি। দাবি পূরণে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাই, বাধ্য হয়ে শাহবাগ মোড় অবরোধ করছি। ”কুমিল্লা সরকারি ম্যাটসের আরেক শিক্ষার্থী ইসমাইল সরকার বলেন, “আমাদের উচ্চ শিক্ষা নেওয়ার সুযোগ নেই। আমরা ডিপ্লোমা করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি না। তাই, সরকারের কাছে আমাদের আবেদন, চার দফা দাবি মেনে নিন। ”সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর বলেছেন, “আমরা দাবিগুলো নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের কাছে অনেকবার গিয়েছি। কিন্তু, কোনো আশ্বাস বা বাস্তবায়নের কথা তারা বলেনি। অনেক দিন ধরে আমাদের নিয়োগ আটকে আছে। তাই, আমাদের কেউ সরকারি চাকরি পাচ্ছেন না। সরকারের কাছে আমাদের দাবি, অতি দ্রুত চার দফা মেনে নিয়ে আমাদেরকে পড়ার টেবিলে বসার সুযোগ করে দিন।”
ম্যাটসের শিক্ষার্থীদের চার দাবি হলো—দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি; অনতিবিলম্বে চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসঙ্গতিমূলক কোর্স কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নশিপ চালু; প্রস্তাবিত ‘এলাইড-হেলথ প্রফেশনাল বোর্ড’ বাতিল করে স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড চালু করা এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ তৈরি।