1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
কর্মকর্তা, কর্মচারীদের সাথে মোয়াজউদ্দিন গ্রুপ এর ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ উদযাপিত - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

কর্মকর্তা, কর্মচারীদের সাথে মোয়াজউদ্দিন গ্রুপ এর ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ উদযাপিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

মোঃ মোক্তার হোসেন সামিরঃ মোয়াজউদ্দিন গ্রুপ হাটি হাটি পা পা করে তাহার সকল কারখানার শ্রমিকদের নিয়ে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২৪শে জানুয়ারী ২০২৫ এ মোয়াজউদ্দিন এগ্রো এন্ড ফিশারিজ লিঃ, উলুখোলা, কালীগঞ্জ, গাজীপুর এ মতবিনিময়, মধাহ্নভোজ & মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

প্রথম পর্বে ফুলেল শুভেচ্ছা বিনিময়, পবিত্র কোরআন তেলওয়াত মাধ্যমে শুরু হয়। শুরুতে মোয়াজউদ্দিন টেক্সটাইল লিঃ এর ২৪ বছর এবং সম্মানিত পরিচালক মোয়াজউদ্দিন রহমান এর ২৪ জন্মদিন উপলক্ষে এইচ.আর, এডমিন & কমপ্লায়েন্স বিভাগের পক্ষ থেকে মোয়াজউদ্দিন গ্রুপের মহা-ব্যবস্থাপক জনাব সাইফুর রহমান ভূইয়া সাহেব মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ্ব মোঃ লুতফর রহমান (সিআইপি) মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মোয়াজউদ্দিন গ্রুপ এর কর্মচারীদের মতামত তুলে ধরেন। যা মনোযোগ সহকারে ব্যবস্থাপনা পরিষদ শোনেন।

আলোচনান্তে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ্ব মোঃ লুতফর রহমান বলেন, আমি প্রতিনিয়ত চিন্তা করি আপনাদের নিয়ে কেননা আপনারা ছাড়া যেমন আমার কোম্পানি অচল তেমনি আমিও। প্রতি মাসে সঠিক সম্যে বেতন প্রদান সহ অন্যান্য বিষয়াদি আমাকে দেখতে হয়। তাই আমি অনুরোধ করবো আপনারা সকলেই আমাকে সহযোগিতা করুন আমি শেষ নিঃস্বাশ অব্দি আমি আপনাদের সাথে থেকে কাজ করবো।

মাননীয় চেয়ারম্যান মহোদ্য় জনাব তাহার বক্তব্যে দিতে গিয়ে একটি উদাহরন তুলে ধরেন আমার ০৫টি আংগুল তার মধ্যে ১. পুজি, ২. স্রম, ৩. ইচ্ছা, ৪. শক্তি থাকা সত্ত্বেও আমি অচল যদি আপনারা না থাকেন। তাই আমি চাই আপনারা আমাদেরকে সব সময় সহযোগিতা করবেন, আমরা যেন আরও কর্মসংস্থান সৃষ্টি করতে পারি।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মইনুল হক (পরিচালক), জনাবা মিসেস লুতফর রহমান (চেয়ারম্যান) জনাব প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির (চীফ কো-অর্ডিনেটর), জনাব মোঃ আরিফ বিল্লাহ (চীফ প্রোডাকশন & প্ল্যানিং অফিসার), জনাব মোঃ আব্দুর রহমান রাজা (মহাব্যবস্থাপক -উতপাদন), জনাব মোঃ রবিউল করিম (মহাব্যবস্থাপক-উতপাদন), জনাব আবু মুসা (মেইনটেন্যান্স) সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট