ডি এম শাহীন : উত্তরা থেকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালকের কার্যালয় (এস্টেট ও ভূমি _২) প্রধান কার্যালয়ে স্থানান্তরের সিদ্ধান্ত ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাই কোর্ট।
রাজউকের এ সংক্রান্ত আদেশ চ্যালেঞ্চ করা রিট আবেদন গতকাল প্রাথমিক শুনানির পর বিচার পতি শিকদার মাহমুদুর রাজীব সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ওমর ফারুক। রাষ্ট্র পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন, মোহাম্মদ আজমী, এ আদেশের পরে আইনজীবী ওমর ফারুক সাংবাদিকদের জানান উত্তরার আঞ্চলিক কার্যালয় স্থানান্তরের আদেশটি ৬ মাসের জন্য স্থগিত করেছেন। এদিকে সকালে রাজউকের আঞ্চলিক কার্যালয়ের সামনে উত্তরা থেকে রাজউকের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে সংক্ষিপ্ত সমাবেশ করলেন উত্তরার বাসিন্দারা। সমাবেশে বক্তব্যে
মোহাম্মদ মনির হোসেন বলেন, একটি মহল উত্তরা অফিস থেকে রাজউকের গুরুত্বপূর্ণ ফাইল পত্র সরিয়ে নিয়ে যায়। আমাদের নজরে এসেছে যা আইন বহির্ভুত যা তাঁরা করতে পারে না।সমাবেশে আরো উপস্থিত ছিলেন চান মিয়া বেপারী, মঞ্জরুল করিম,আমীর হোসেন, মোহাম্মদ আলী, জিয়াউর রহমান, প্রমূখ।