ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এর আগে, গতকাল বিকেলে ঢাকার সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শহিদুল ইসলাম ওরফে মুহিত (২৯), শরীয়তপুরের সবুজ (৩০) ও ঢাকার সাভারের শরীফুজ্জামান ওরফে সবুজ। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছেন পুলিশ সুপার।
তিনি বলেন, ‘‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত ৩টি মোবাইল, নগদ ২৯ হাজার ৩৭০ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’’