1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
বাংলাদেশের সামনে ৬ কোটি টাকার হাতছানি - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

বাংলাদেশের সামনে ৬ কোটি টাকার হাতছানি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়নস ট্রফি থেকে এরই মধ্যে বাদ পড়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে দেশ ছাড়লেও দুবাই ও পাকিস্তানে পারফরম্যান্সের ভরাডুবিতে সব ওলটপালট। ভারতের কাছে নাস্তানাবুদ হওয়ার পর নিউ জিল্যান্ডের কাছে অসহায় আত্মসম্পর্ণ করেছেন নাজমুল অ্যান্ড কোং।বাংলাদেশের শেষ ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। যারা বাংলাদেশের মতোই দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে। শেষ ম্যাচে দুই দলের লক্ষ্য অভিন্ন। অন্তত একটি জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করা। তাতে কিছুটা মুখরক্ষা হবে।

সেই লড়াইয়ে রাওয়ালপিন্ডিতে ২৭ ফেব্রুয়ারি মাঠে নামবে দুই দল। শুধু তো জয়-ই নয়, এই ম্যাচ জিততে পারলে পকেট ভারী হবার সম্ভাবনাও থাকবে।টুর্নামেন্টে অংশগ্রহণ করে এরই মধ্যে দুই দল ১ লাখ ২৫ হাজার ডলার করে পেয়েছে। কোনো জয় পায়নি বলে বাড়তি আয় হয়নি কারো। তবে শেষ ম্যাচে একটি জয় পেলে ৩৪ হাজার ডলারের হাতছানি দুই দলেরই। সঙ্গে আরো কিছুও আছে।টুর্নামেন্ট শুরুর আগে আইসিসি জানিয়েছিল, পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজমানি হিসেবে পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার। এবং সপ্তম ও অষ্টম দল প্রাইজমানি হিসেবে পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলের সামনেই তাই বিশাল অর্থের হাতছানি।যদি পঞ্চম ও ষষ্ঠ হিসেবে বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফি শেষ করে তাহলে সব মিলিয়ে পাবে ৫ লাখ ৯ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা ৬ কোটি ১৮ লাখ টাকার মতো। আর যদি সপ্তম ও অষ্টম দল হিসেবে শেষ কারে তাহলে পাবে ২ লাখ ৬৫ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা ৩ কোটি ২১ লাখ টাকার মতো।

শেষ ম্যাচে মর্যাদার লড়াইয়ের সঙ্গে বাংলাদেশের বিশাল অঙ্কের অর্থ প্রাপ্তিরও বড় সুযোগ বাংলাদেশের। অন্তত একটি জয় নিয়ে মান বাঁচাতে পারে কিনা বাংলাদেশ সেটাই দেখার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট