1. skmshamim11@gmail.com : Shamim ahmed : Shamim ahmed
  2. news@uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS : UTTARA BUSINESS NEWS
  3. info@www.uttarabusinessnews.com : UTTARA BUSINESS NEWS :
হামাসকে গাজার ক্ষমতা ছাড়তে বলল ফাতাহ - UTTARA BUSINESS NEWS
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

হামাসকে গাজার ক্ষমতা ছাড়তে বলল ফাতাহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলন গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ‘অস্তিত্ব’ রক্ষার জন্য হামাসকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।ফাতাহর মুখপাত্র মন্থার আল-হায়েক বলেছেন, “হামাসকে গাজা, এর শিশু, নারী ও পুরুষদের প্রতি সহানুভূতি দেখাতে হবে।”

তিনি হামাসকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “শাসন থেকে সরে আসার এবং সম্পূর্ণরূপে স্বীকার করার আহ্বান জানাচ্ছি যে, গাজার নিয়ন্ত্রণ যদি তাদের হাতে থাকে তবে সামনের যুদ্ধ ফিলিস্তিনিদের অস্তিত্বের অবসান ঘটাবে।”

২০০৬ সালে ফিলিস্তিনের পার্লামেন্ট নির্বাচনে ফাতাহ হেরে যায়। ফাতাহ ক্ষমতা ছাড়তে রাজী না হলে হামাসের সঙ্গে সংঘর্ষ বাঁধে। ২০০৭ সালে বিজয়ী হয়ে ফাতাহ নিয়ন্ত্রিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে গাজার ক্ষমতা কেড়ে নেয় হামাস। পরবর্তীকালে হামাস ও ফাতাহর পুনর্মিলনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

ফাতাহ ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকৃতি দেয় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৪২ নম্বর প্রস্তাবনার পক্ষে সম্মতি জানায়। অপরদিকে, হামাস ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না। বরং তারা তাদের ১৯৮৮ সালের প্রতিষ্ঠা সনদে বর্তমান ইসরায়েলসহ ফিলিস্তিনি অঞ্চলগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার কথা ঘোষণা দিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট